আজকে দোলের হিন্দোলায়

আজকে দোলের হিন্দোলায়
আয় তোরা কে দিবি দোল্।

View

আজকে না হয় একটি কথা কইলে

আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে।
ওগো একটু না হয় বসলে এসে এই পাথরের পৈঠাতে॥

View

আজকে শাদী বাদশাজাদী

আজকে শাদী বাদ্‌শাজাদীর পান করো শিরাজি॥
নেশার ঝোঁকে চোখে চোখে খেলুক আতস বাজি

View

আজি অলি ব্যাকুল

আজি অলি ব্যাকুল ওই বকুলের ফুলে
কত আদরে টানি, চুমে বদনখানি

View

আজি আকাশ মধুর বাতাস মধুর

আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর
আজি ভুবন লাগে মধুর।

View

আজি আল কোরায়শী

আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম
তাঁর কদম মোবারকে লাখো হাজারো সালাম।

View

আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এলো ঈদ্

আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এলো ঈদ্
(যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ॥

View

আজি এ কুসুম হার সহি কেমনে

আজি এ কুসুম-হার সহি কেমনে।
ঝরিল যে ধূলায় চির-অবহেলায়

View

আজি এ বাদল দিনে

আজি এ বাদল দিনে কত কথা মনে পড়ে।
হারাইয়া গেছে পিয়া এমনি বাদল-ঝড়ে॥

View

আজি এ শ্রাবণ নিশি কাটে কেমনে

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে।
গুরু দেয়া গরজন কাঁপে হিয়া ঘনঘন

View

আজি কুসুম দীপালি জ্বলিছে বনে

আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে।
জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে

View

আজি গানে গানে ঢাকব আমার গভীর অভিমান

আজি গানে গানে ঢাকব আমার গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম ক’রে ফোটাব মোর প্রাণ॥

View

আজি ঘুম নহে নিশি জাগরণ

আজি ঘুম নহে, নিশি জাগরণ।
চাঁদেরে ঘিরি’ নাচে ধীরি ধীরি তারা অগণন॥

View

আজি চৈতী হাওয়ার

আজি চৈতী হাওয়ার মাতন লাগে হলুদ চাঁপার ডালে ডালে।
তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে॥

View

আজি জ্যোৎস্না বিজড়িত ফাল্গুনী রাতে

উভয়ে : আজি জ্যোৎস্না বিজড়িত ফাল্গুনী রাতে।
ল’য়ে মঞ্জুল-মল্লিকা মালিকা হাতে॥

View

আজি দোল্-পূর্ণিমাতে দুল্ বি তোরা আয়

আজি দোল্-পূর্ণিমাতে দুল্বি তোরা আয়।
দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়॥

View

আজি নতুন এ চাঁদের তিথিতে

আজি নতুন এ চাঁদের তিথিতে
কোন্‌ অতিথি এলো ফুল-বীথিতে॥

View

আজি নন্দদুলালের সাথে

আজি নন্দদুলালের সাথে
ঐ খেলে ব্রজনারী হোরি।

View

আজি নন্দলাল

আজি নন্দলাল মুখচন্দ নেহারি
অধীর আনন্দে অন্তর কাঁপে ঝরে প্রেমবারি॥

View

আজি নাচে নটরাজ

আজি নাচে নটরাজ এ কী ছন্দে ছন্দে।
কী জানি কী সুখাভাসে

View

আজি নাহি কিচু

আজি নাহি কিচু মোর মান-অপমান ব’লে।
সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥

View

আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা

আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা।
পর ধানী শাড়ি, মেঘ-রঙ ওড়না॥

View

আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা

আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা।
মোরে স্মরিয়া রাধিকাও হ’ল কি বাঁকা॥

View

আজি প্রথম মাধবী ফুটিল

আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে মাধব এলো না সই।
এই যৌবন-বরমালা কারে দিব মোর বনমালী বই॥

View

আজি পড়িয়ে বিপাকে

লেটো গান : ‘কর্ণ বধ’

View

Sign in

Sign Up

Forgotten Password