আমার আছে অসীম আকাশ

আমার আছে অসীম আকাশ, তোমার আছে ঘর।
তোমার আছে পারের তরী, আমার বালুচর॥

View

আমার আছে এই কখানি গান

আমার আছে এই ক’খানি গান
তা’ দিয়ে কি ভর’বে তোমার প্রাণ॥

View

আমার আনন্দিনী উমা আজো এলো না

(আমার) আনন্দিনী উমা আজো এলো না তার মায়ের কাছে।
হে গিরিরাজ! দেখে এসো কৈলাসে মা কেমন আছে॥

View

আমার আপনার চেয়ে আপন যে জন

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়॥

View

আমার উমা কই গিরিরাজ

আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী।
এ যে দেবী দশভুজা এ কোন্ রণ-রঙ্গিণী॥

View

আমার এই টাটকা লুচি

লেটো গান : ‘নীলকুঠি’

View

আমার এই রূপ আগুনে পুড়বে

লেটো গান : ‘বুড়ো জমিদারের সঙ’

View

আমার কথা লুকিয়ে থাকে আমার গানের আড়ালে

আমার কথা লুকিয়ে থাকে আমার গানের আড়ালে।
সেই কথাটি জানার লাগি’ কে গো এসে দাঁড়ালে॥

View

আমার কান দুটো ধরে বলে গেছে বাবা

লেটো গান : ‘কুলসুম’

View

আমার কালিবাঞ্ছা

আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে,
এই তরুতলে যে যাহা চায় তখনি তা পায় রে॥

View

আমার কালো মেয়ে

আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তায় ধ’রে
তারে যেই ধরেছি মনে করি অমনি সে যায় স’রে॥

View

আমার কালো মেয়ে রাগ করেছে

আমার কালো মেয়ে রাগ করেছে (মাকে) কে দিয়েছে গালি –
রাগ ক’রে সে সারা গায়ে মেখেছে তাই কালি॥

View

আমার কোন কূলে

আমার কোন্‌ কূলে আজ ভিড়লো তরী
এ কোন্‌ সোনার গাঁয়

View

আমার গলার হার খুলে লে

আমার গলার হার খুলে লে।
ওলো বিশাখা, ওলো ললিতে।

View

আমার গহীন জলের নদী

আমার গহীন জলের নদী
আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি॥

View

আমার গানের বুলবুলিরা

আমার গানের বুলবুলিরা,
আমার বনের কুহু-কেকা।

View

আমার গানের মালা

আমার গানের মালা আমি করব কারে দান
মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান।

View

আমার গীতের সুর ও লহরী

লেটো গান : ‘রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা

View

আমার ঘরের পাশ দিয়ে সে চলতো

আমার ঘরের পাশ দিয়ে সে চলতো নিতুই সকাল-সাঁঝে।
আর এ পথে চলবে না সে, সেই ব্যথা হায় বক্ষে বাজে॥

View

আমার ঘরের মলিন দীপালোকে

আমার ঘরের মলিন দীপালোকে
জল দেখেছি যেন তোমার চোখে

View

আমার দুখের বন্ধু তোমার কাছে চাইনি ত এ সুখ

আমার দুখের বন্ধু, তোমার কাছে চাইনি ত’ এ সুখ।
আমি জানিনি ত বুকে পেয়েও কাঁদবে এ মন বুক॥

View

আমার দূরের বন্ধু

বন্ধু রে, বন্ধু, - পরান বন্ধু
(আমার) দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে।

View

আমার দেওয়া ব্যথা ভোলো

আমার দেওয়া ব্যথা ভোলো।
আজ যে যাবার সময় হলো॥

View

আমার ধ্যানের ছবি

আমার ধ্যানের ছবি আমার হজরত।
ও নাম প্রাণে মিটায় পিয়াসা,

View

আমার নীল বরজের গান

লেটো গান : ‘হারানো আংটি’

View

Sign in

Sign Up

Forgotten Password