আমার নয়নে কৃষ্ণ নয়নতারা

আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা হৃদয়ে মোর রাধা-প্যারী।
আমার প্রেম-প্রীতি-ভালোবাসা শ্যাম-সোহাগী গোপ-নারী॥

View

আমার নয়নে নয়ন রাখি

আমার নয়নে নয়ন রাখি’ পান করিতে চাও কোন্ অমিয়।
আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়॥

View

আমার পায়ের বেড়ি এই সোনার পুরী ভেঙে

নাটক : ‘মধুমালা’
আমার পায়ের বেড়ি এই সোনার পুরী ভেঙে।

View

আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায়

আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায় বারে বারে।
তাঁর নূপুর-ধ্বনি রিনি ঝিনি বাজে বন-পারে॥

View

আমার প্রিয় হজরত নবী

আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা
যাঁহার রওশ্‌নীতে দীন দুনিয়া উজালা॥

View

আমার বিছানা আছে

আমার বিছানা আছে বালিস আছে বৌ নাই মোর খাটে
(ওগো) তার বিরহে বারোটা মাস কেমন ক‘রে কাটে ও দাদা গো॥

View

আমার বিজন ঘরে হেসে

আমার বিজন ঘরে হেসে এলো পথিক মুসাফির-বেশে।
শরমে মরিয়া তারে শুধাই, তরুণ পথিক, কি তব চাই?’

View

আমার বিদায় রথের চাকার ধ্বনি

আমার বিদায়-রথের চাকার ধ্বনি ঐ গো এবার কানে আসে।
পুবের হাওয়া তাই কেঁদে যায় ঝাউ-এর বনে দীঘল শ্বাসে॥

View

আমার বিফল পূজাঞ্জলি

আমার বিফল পূজাঞ্জলি অশ্রু-স্রোতে যায় যে ভেসে
তোমার আরাধিকার পূজা হে বিরহী, লও হে এসে॥

View

আমার বিয়ের শখ মিটেছে

আমার বিয়ের শখ মিটেছে, দাদার বিয়ে দিয়ে।
আমি করব না আর বিয়ে, আমি করব না আর বিয়ে॥

View

আমার বুকের ভেতর

আমার বুকের ভেতর জ্বলছে আগুন, দমকল ডাক ওলো সই।
শিগ্‌গির ফোন কর বঁধুরে, নইলে পুড়ে ভস্ম হই॥

View

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে’
আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই যে গিয়েছে আমায় ফেলে’॥

View

আমার ভিজে গেল আঁচলখানি

আমার ভিজে গেল আঁচলখানি চোখের জলে লো।
আমি ঝাঁপ দিব যমুনার জলে, তোরা কে কে যাবি লো॥

View

আমার ভুবন কান পেতে রয়

আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া
দীপ নিভে যায়, সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া॥

View

আমার মন যারে চায়

আমার মন যা’রে চায় সে বা কোথায় গো সখি,
পাই না গো তা’রে।

View

আমার মনের বেদনা

আমার মনের বেদনা
বুঝিলে না, আমার মনের বেদনা॥

View

আমার মা আছে রে সকল নামে

(আমার) মা আছে রে সকল নামে মা যে আমার সর্বনাম।
যে নামে ডাক শ্যামা মাকে পুর্বে তাতেই মনস্কাম॥

View

আমার মা যে গোপাল সুন্দরী

আমার মা যে গোপাল-সুন্দরী।
যেন এক বৃন্তে কৃষ্ণ-কলি অপরাজিতার মঞ্জরি॥

View

আমার মানস বনে ফুটেছে রে শ্যামা

আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরি।
সেই মঞ্জু-বনে ফিরছে রে তাই ভক্তি-ভ্রমর গুঞ্জরি॥

View

আমার মালায় লাগুক

আমার মালায় লাগুক তোমার মধুর হাতের ছোঁওয়া
ঘিরুক তোমায় মোর আরতি পূজা-ধূপের ধোঁওয়া॥

View

আমার মুক্তি নিয়ে

আমার মুক্তি নিয়ে কি হবে মা, (মাগো) আমি তোরেই চাই
স্বর্গ আমি চাইনে মাগো, কোল্‌ যদি তোর পাই॥

View

আমার মোহাম্মদেরন নামের

আমার মোহাম্মদেরন নামের ধেয়ান হৃদয়ে যার রয়
ওগো হৃদয়ে যার রয়।

View

আমার যখন পথ ফুরাবে

আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি ( খোদা) –
তখন তুমি হাত ধ’রো মোর হ’য়ো পথের সাথি (খোদা) ॥

View

আমার যাবার সময় হলো

আমার যাবার সময় হলো, দাও বিদায়।
মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়॥

View

আমার যারা আশ্রিত নাথ

আমার যারা আশ্রিত নাথ তারা তোমার দান
হে নাথ যেন সেই অতিথির হয় না অসম্মান॥

View

Sign in

Sign Up

Forgotten Password