নিশি না পোহাতে

নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না দীপ নিভিতে দাও।
নিবু-নিবু প্রদীপ নিবুক হে পথিক ক্ষণিক থাকিয়া যাও॥

View

নিশি নিঝুম ঘুম

নিশি নিঝুম ঘুম নাহি আসে
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে॥

View

নিশি পবন

নিশি-পবন! নিশি! ফুলের দেশে যাও
ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও – যাও যাও যাও॥

View

নিশি ভোর হলো জাগিয়া

নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
কাঁদে‘পিউ কাহাঁ’ পাপিয়া, পরান-পিয়া॥

View

নিশি ভোরের বেলা কাহার পাহাড়ি বাঁশি বাজে

গীতিনাট্য : ‘বনের বেদে’

View

নিশি রাতে রিম ঝিম

নিশি-রাতে রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ বাদল-নূপুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর॥

View

নিশি-ভোরে অশান্ত

নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে।
আকাশ-পারের বিরহীর বীণায় যেন সুর ঝুরে আকুল স্বরে॥

View

নিশিদিন জপে খোদা

নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান – জপে তোমারি নাম।
তারায় গাঁথা তস্বি ল’য়ে নিশীতে আসমান – জপে তোমারি নাম॥

View

নিশিদিন তব ডাক শুনিয়াছি

নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে
শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে॥

View

নিশির নিশুতি

নিশির নিশুতি যেন হিয়ার ভিতরে গো,
সে বলেও না টলেও না থমথম করে গো॥

View

নিশির পাহারা ভেঙে

নাটক : ‘মধুমালা’
নিশির পাহারা ভেঙে চোর এসেছে ঘর,

View

নিশীথ জাগিয়া সে কি

নিশীথ জাগিয়া সে কি মোর গান শোনে।
যে গান ভাসিয়া যায় আজি নিশি-পবনে॥

View

নিশীথ নিশীথ জাগি

নিশীথ নিশীথ জাগি’ গোঁয়ানু রাতি।
জ্বলিয়া জ্বলিয়া নেভে শিয়রের বাতি॥

View

নিশীথ রাতে ডাকলে আমায়

নিশীথ রাতে ডাক্লে আমায়, কে গো তুমি কে?
কাঁদিয়ে গেলে আমার মনের বনভূমিকে,

View

নিশীথ স্বপন তোর

নিশীথ-স্বপন তোর ভু’লে যা নিশি-শেষে।
বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে॥

View

নিশীথ হয়ে আসে ভোর

নিশীথ হয়ে আসে ভোর, বিদায় দেহ প্রিয় মোর।
রজনী-গন্ধ্যার বনে হের গুঞ্জরিছে ভ্রমর॥

View

নিশুতি রাতের শশী

নাটক : ‘সাবিত্রী’
নিশুতি রাতের শশী গো।

View

নিষ্প্রভ এই শশী

‘লেটো গান’

View

নী আ চুনা বেতু অ্যায় বেহেশ্তী

‘লেটো গান’

View

নীপ শাখে বাঁধো

নীপ-শাখে বাঁধো ঝুলনিয়া,
কাজল-নয়না শ্যামলিয়া॥

View

নীরব সন্ধ্যা নীরব দেবতা

নীরব সন্ধ্যা, নীরব দেবতা খোলো মন্দির দ্বার।
ম্লান হ’ল বেদনায় অঞ্জলি নিশি-গন্ধ্যার॥

View

নীল আকাশের কোলে

নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত মেঘের দল,
পল্লবে-ফুলে পূর্ণ হ’লো কি ধরণীর অঞ্চল॥

View

নীল কবুতর লয়ে

নীল কবুতর লয়ে নবীর দুলালী মেয়ে খেলে মদিনায়
দেহের জ্যোতিতে তার জাফরানি পিরহান ম্লান হয়ে যায়॥

View

নীল বাঁদরে বাঙলা মায়ের কন্যা হরণ করেছে

লেটো গান : ‘নীলকুঠি’

View

নীল যমুনা সলিল কান্তি

নীল যমুনা সলিল কান্তি চিকন ঘনশ্যাম।
তব শ্যামরূপে শ্যামল হল সংসার ব্রজধাম॥

View

Sign in

Sign Up

Forgotten Password