বঁধু আঁখি জলে

বঁধু আঁখি জলে কস্তুরী-চন্দন ঘষিনু
শয্যা বিছাইনু সোনার পালঙ্কে।

View

বঁধু আমার ভুবন ঘিরিল

বঁধু আমার ভুবন ঘিরিল যখন ঘন বাদল ঝড়ে
কাঁদিয়া উঠিল মন প্রাণ অভিসারে আসিবার তরে।

View

বঁধু আমি ছিনু

বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে।
বাদল সাঁঝের যুঁই ফুল হয়ে আসিয়াছি ধরা তলে॥

View

বঁধু কি ক্ষণে হল দেখা

বঁধু কি ক্ষণে হল দেখা
নয়ানে নয়ানে গো যত দেখি তত তৃষ্ণা বেড়ে যায় গো।

View

বঁধু জাগাইলে এ কোন্‌ পরম সুন্দরের তৃষা

(বঁধু) জাগাইলে এ কোন্‌ পরম সুন্দরের তৃষা।
(মোর) হাসিয়া দিন যায় পোহায় জাগরণে নিশা॥

View

বঁধু তব প্রেম অনুরাগে

বঁধু তব প্রেম অনুরাগে
আমারই কাছে গো, মোর তনুমন কেন সুন্দর লাগে॥

View

বঁধু তোমার আমার

বঁধু, তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে।
তাই যত কাছে পাই তত এ হিয়ায় কি যেন অভাব রহে॥

View

বঁধু ফিরে এসো

বঁধু ফিরে এসো, আজো প্রাণের প্রদীপ রেখেছি আঁচল ঢেকে।
বিরহ-নিশাসে দীরঘ বাতাস কেঁপে ওঠে থেকে থেকে।

View

বঁধু মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায়

বঁধু মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই আবার বাসিতে ভাল আসিব ধরায়॥

View

বঁধু সেদিন নাহিক আর

বঁধু সেদিন নাহিক আর।
যবে রাধার বিহনে আঁধার দেখিতে ত্রিভুবন সংসার॥

View

বঁধু হে

বঁধু হে
বঁধু ফিরে এসো আজো প্রাণের প্রদীপ রেখেছি আঁচল ঢেকে

View

বউ কথা কও

বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী
সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী॥

View

বকুল চাঁপার বনে

বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে –
অনুরাগের সোনার রঙে হৃদয়-গগন রাঙালে॥

View

বকুল ছায় ছিনু

বকুল ছায় ছিনু ঘুমায়ে গোপন পায়ে আসিলে তুমি।
রাতের শেষে ভোরের মতন ভাঙিলে স্বপন নয়ন চুমি॥

View

বকুল তলে ব্যাকুল বাঁশি

বকুল তলে ব্যাকুল বাঁশি কে বাজায়
যে বাঁশরি শুনে কিশোরী সহসা যেন গো যৌবন পায়॥

View

বকুল বনের পাখি

বকুল বনের পাখি ডাকিয়া আর ভেঙো না ঘুম
বকুল বাগানে মম, ফুরায়েছে ফুলের মরশুম॥

View

বক্ষে আমার কাবার ছবি

বক্ষে আমার কাবার ছবি চক্ষে মোহাম্মদ রসুল।
শিরোপরি মোর খোদার আরশ গাই তাঁরি গান পথ বেভুল॥

View

বছর ফিরল ফিরল না বউ

বছর ফিরল ফিরল না বউ ভাইয়ের বাড়ির থনে
হালার হুমুন্দিরা দ্যায় না ছাইর‌্যা হাইরে আসছি রণে

View

বজ্র আলোকে ‍মৃত্যুর সাথে হবে নব পরিচয়

বজ্র আলোকে ‍মৃত্যুর সাথে হবে নব পরিচয়, জয় জীবনের জয়।
শক্তিহীনের বক্ষে জাগাবো শক্তির বিস্ময়, জয় জীবনের জয়।

View

বদনা গাড়ুতে গলাগলি করে

‘প্যাক্ট’
কোরাস :

View

বন কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে

বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে সকরুণ সুরে।
বিষাদিত ছায়া তার চৈতালি সন্ধ্যার চাঁদের মুকুরে॥

View

বন কুসুম বল্‌ রে তোরা

বন-কুসুম! বল্‌ রে তোরা কোথায় বনমালী?
যাঁহার আশায় ফুটে থাকিস্‌ গহন বনের ধারে॥

View

বন তমালের শ্যামল ডালে

বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন দোলায় যুগল রাধা শ্যাম।
কিশোরী পাশে কিশোর হাসে ভাসে আনন্দ সাগরে আজ ব্রজধাম॥

View

বন দেবী এসো গহন বন ছায়ে

পুরুষ : বন-দেবী এসো গহন-বন-ছায়ে।
স্ত্রী : এসো বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে॥

View

বন ফুলে তুমি

বন-ফুলে তুমি মঞ্জরি গো
তোমার নেশায় পথিক-ভ্রমর ব্যাকুল হ’ল গুঞ্জরি’ গো॥

View

Sign in

Sign Up

Forgotten Password