যখন আমার কুসুম ঝরার বেলা

যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
ভাটির স্রোতে ভাসলো যখন ভেলা পারের পথিক এলে॥

View

যখন আমার গান ফুরাবে

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে॥

View

যখন প্রেমের জ্বালায়

(যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে, জুড়াই জ্বালা গজলে।
ছাতা দিয়ে মারি খোঁচা যেন সুরের বগলে॥

View

যত নাহি পাই

যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পূজি।
যতই লুকাও ধরা নাহি দাও, ততই তোমারে খুঁজি

View

যত ফুল তত ভুল

যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥

View

যতদিন রবে প্রাণের প্রদীপে

যতদিন রবে প্রাণের প্রদীপে প্রেমের শিখাটি জ্বালা।
ফুরাবে না, প্রিয় ফুরাবে না তোমারে পাওয়ার আশা॥

View

যদি আমি তোমায় হারাই

যদি আমি তোমায় হারাই, তুমি যেয়ো না নাথ হারিয়ে।
আমি পথ হারালে ধ’রো আমায় আঁধারে হাত বাড়িয়ে॥১

View

যদি বুদ্ধির শ্রীবৃদ্ধি চাও

নাটক : ‘সতী’

View

যদি শালের বন

যদি শালের বন হ’ত শালার বোন,
ক’নে বউ হত ঐ গৃহেরই কোণ,

View

যবে আঁখিতে আঁখিতে ওরা কহে কথা

(যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা দু’টি বনের পাখি।
শুধু শিরাজি ঢালি, আমি চোখের বালি আমি পাষাণ সাকি॥

View

যবে তুলসীতলায়

যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম,
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয় নিও মোর নাম॥

View

যবে ভোরের কুন্দ

যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখী॥

View

যবে শুভ দরশন

যবে শুভ দরশন সূয নারায়ণ ওঠেন ভোরে
নারায়ণের নাম জপিয়া জাগি যেন মধুর স্বরে

View

যমুনা কূলে মধুর মধুর

যমুনা-কূলে মধুর মধুর মুরলি সখি বাজিল।
মাধব নিকুঞ্জ-চারী শ্যাম বুঝি আসে –

View

যমুনা সিনানে চলে তন্বী

যমুনা-সিনানে চলে তন্বী মরাল-গামিনী।
লুটায়ে লুটায়ে পড়ে পায়ে বকুল কামিনী॥

View

যমুনাকে তীরপে সখিরী

যমুনাকে তীরপে সখিরী সুনি ম্যায় চঞ্চল সাঁবর কোঙর্ কে বাঁসরী।
বিসর গ্যয়ি নীর ভরণে কো ফির্ আগ্যয়ি ঘর, ছোড়কে গাগরি॥

View

যমুনার জল দ্বিগুণ হয়েছে

যমুনার জল দ্বিগুণ হয়েছে চাঁদ কি উঠেছে গগনে?
(শ্যাম-চাঁদ কি উঠেছে গগনে’)

View

যা যা লো বৃন্দে মথুরাতে

যা যা লো বৃন্দে মথুরাতে দেখে আয় কেমন আছে শ্যাম,
তুই কুবুজা সখার কাছে নিস্‌নে লো নিস্‌নে রাধা নাম॥

View

যা সখি যা

যা সখি যা তোরা গোকুলে ফিরে।
যে পথে শ্যামরায় চলে গেছে মথুরায়

View

যাই গো চলে

যাই গো চ’লে যাই না-দেখা লোকে
জানিতে চির অজানায়।

View

যাই যাই রাজপথে

লেটো গান : ‘দাতা কর্ণ’

View

যাও বীর যাও তুমি জননীর সনে

লেটো গান : ‘কর্ণ বধ’

View

যাও মেঘদূত দিও

যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে
আমার বিরহ-লিপি লেখা কেয়া পাতে॥

View

যাও যাও ছুটে যাও ও কর্মবীর

লেটো গান : ‘রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা’

View

যাও যাও তুমি ফিরে

যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
কে বাঁধিবে তোমারে হায় গানের পাখি॥

View

Sign in

Sign Up

Forgotten Password