সখি কেন এত সাজিলাম

সখি কেন এত সাজিলাম যতন করি
জাগিয়া পোহাল হায় বিভাবরী॥

View

সখি গো বৃথা প্রবোধ দিস্‌ নে

সখি গো বৃথা প্রবোধ দিস্‌ নে
কোন্‌ প্রাণে তুই বলতে পারিলি মোর শ্রীকৃষ্ণে ভুলিতে।

View

সখি চল চল ঐ কেয়া ঝাড়ের কাছে যাই

লেটো গান : ‘কুলসুম’

View

সখি তখন আমার

সখি তখন আমার বালিকা বয়স বেণু শুনেছিনু যবে।
আমি বুঝিনি সেদিন, ডাকে বাঁশুরিয়া আমারেই বেণু রবে,

View

সখি দখিনা মলয়

নাটক : ‘সর্বহারা’
সখি দখিনা মলয় ঝিরি ঝিরি বয় কানে কথা কয় ধীরে ধীরে ধীরে।

View

সখি দেখ্‌লো বাহিরে গিয়া

সখি দেখ্‌লো বাহিরে গিয়া
কে অমন করে সকরুণ সুরে ডাকিল পিয়া পিয়া।

View

সখি নবীন নীরদে ছাইল গগন

সখি নবীন নীরদে ছাইল গগন, নব ঘন শ্যাম কই।
দেবদারু শাখে বাঁধিয়া ঝুলনা পথ পানে চেয়ে রই॥

View

সখি নাম ধরে কে ডাকে দুয়ারে

সখি নাম ধ’রে কে ডাকে দুয়ারে।
চ’লে যাওয়া বন্ধু বুঝি ফিরে এলো জোয়ারে॥

View

সখি নিকুঞ্জ সাজানো

সখি, নিকুঞ্জ সাজানো, মোর বৃথা হলো।
কালাচাঁদ মোর কুঞ্জ নাহি এলো॥

View

সখি নেচে নেচে আয়

ছেলে : সখি নেচে নেচে আয়, যমুনাতে যায়,
ডুব দিয়ে তুলি সোনা।

View

সখি ফুল ফুটেছে শাখে

লেটো গান : ‘হারানো আংটি’

View

সখি বল বল কেমনে মান বজায় রয়

সখি, বল বল, কেমনে মান বজায় রয়।
নাথ বিনে পোড়া মন প্রবোধ না হয়॥

View

সখি বলো বঁধুয়ারে

(সখি) ব’লো বঁধুয়ারে নিরজনে
দেখা হ’লে রাতে ফুল-বনে॥

View

সখি বল্‌ কোন

সখি বল্‌ কোন দেশে যাই।
সে বৃন্দা আছে সে বন আছে তবু সে বৃন্দাবন নাই-।

View

সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া

সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া॥
নামিল মেঘলা মোর বাদরিয়া॥

View

সখি মান করো না

লেটো গান : ‘অন্ধ রাজা’ৎ

View

সখি যাব যার রাজার কাছে

লেটো গান : ‘হারানো আংটি’

View

সখি যায়নি ত শ্যাম মথুরায়

সখি যায়নি ত শ্যাম মথুরায়,
আর আমি কাঁদব না সই।

View

সখি যে অঙ্গুলিতে রং

(সখি) যে অঙ্গুলিতে রং গুলিয়াছ এত কুঙ্কুম ফাগ
আমার বক্ষে লাগিবে কখন সেই আঙুলের দাগ॥

View

সখি রাঙাও না রাঙাও না

সখি রাঙাও না, রাঙাও না, রাঙাও না।
খুনের মেহেন্দী দিয়ে এ হাত মোর রাঙাও না॥

View

সখি রাধা রাধা নামে বাজে

লেটো গান : ‘কলঙ্কভঞ্জন’

View

সখি রে আমি তো নিয়েছি বঁধুরে

সখি রে আমি তো নিয়েছি বঁধুরে কিনে॥
আমি যে সবার মাঝে

View

সখি রে উপায় কি করি

লেটো গান : ‘এক কন্যা-তিন বর’

View

সখি রে মলয় বহিছে ধীরে

লেটো গান : ‘দেবযানী-শর্মিষ্ঠা’

View

সখি লো তায়

সখি লো তায় আন ডেকে যে গান গেয়ে যায় পথ দিয়ে।
সই দিব তারে কণ্ঠহার, তার কণ্ঠেরি ঐ সুর নিয়ে॥

View

Sign in

Sign Up

Forgotten Password