সোনার বরণ মেয়ে

সোনার বরণ মেয়ে আমার ‘নন্দা’ কোলে আয়।
(প’রে) সোনার বসন সোনার ভূষণ সোনার নূপুর পায়॥

View

সোনার মেয়ে

সোনার মেয়ে! সোনার মেয়ে!
তোমার রূপের মায়ায় আমার নয়ন-ভুবন গেল ছেয়ে’॥

View

সোনার হিন্দোলে কিশোর

সোনার হিন্দোলে কিশোর-কিশোরী দোলে ঝুলনের উসব রঙ্গে
বিন্দু বিন্দু বারি অীবরত পড়ে ঝরি’ বাজে তাল জলদ মৃদঙ্গে॥

View

স্নিগ্ধ শ্যাম কল্যাণ

স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে রয়েছে মোদেরে ঘেরি
তব অনন্ত করুণা ও স্নেহ নিশিদিন নাথ হেরি॥

View

স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা

স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা
অর্জুন-মঞ্জরি-কর্ণে গলে নীপ-মালিকা, মালবিকা॥

View

স্বদেশ আমার

স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ।
দিনের পরে মা দিন চলে যায় এলো না সে শুভদিন॥

View

স্বপন বিলাসে চাঁদ যবে হাসে

স্বপন-বিলাসে চাঁদ যবে হাসে কুমুদ ফোটে দীঘিতে।
সেই আধো রাতে নয়ন-পাতে ঘুম হ’য়ে এসো নিভৃতে॥

View

স্বপন যখন ভাঙবে

স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই।
মোরে শূন্য তোমার বুকেরি কাছে খুঁজবে গো বৃথাই॥

View

স্বপনে এসেছিল মৃদু-ভাষিণী

স্বপনে এসেছিল মৃদু-ভাষিণী
মৃদু-ভাষিণী মধু-হাসিনী।

View

স্বপনে দেখেছি ভারত জননী

স্বপনে দেখেছি ভারত-জননী
তুই যেন রাজরাজেশ্বরী।

View

স্বপনের ফুলবনে যেদিন দেখিনু

স্বপনের ফুলবনে যেদিন দেখিনু রূপরানী তোমায়।
চকিতে ঐ চোখে তোমার শরমের কোন হাসি লুকায়॥

View

স্বপ্নে দেখি একটি নতুন ঘর

স্বপ্নে দেখি একটি নতুন ঘর
তুমি আমি দু’জন প্রিয় তুমি আমি দু’জন।

View

স্বাগত হে অতিথি

নাটক : ‘কাফন চোরা’
স্বাগত হে অতিথি!

View

স্বাগতা কনক চম্পক বর্ণা

স্বাগতা কনক-চম্পক বর্ণা।
ছন্দিতা চপল নৃত্যের ঝর্না॥

View

স্বাগতা কনক চম্পক বর্ণা ছন্দিতা চপল নৃত্যের ঝর্না

স্বাগতা কনক-চম্পক-বর্ণা
ছন্দিতা চপল নৃত্যের ঝর্না।

View

স্মরণ পারের ওগো প্রিয়

স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন
তোমায় চাঁদে চিনি আমি, তুমি আমায় তারায় চেন॥

View

স্মৃতি জাগিল শ্যামেরই

স্মৃতি জাগিল শ্যামেরই
নব ঘন শাওন নীরদ নেহারি।১

View

স্যখিরী দেখেতো বাগমেঁ

স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী
জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়॥

View

Sign in

Sign Up

Forgotten Password