ও কালো বউ

ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল।
তোমার দেখে শিউরে ওঠে কাজ্‌লা দীঘির কালো জল।

View

ও কালো শশী

ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে।
বাঁশি শুনিতে আসি না আমি, জল নিতে আসি হে॥

View

ও কূল ভাঙ্গা নদী রে

ও, কূল-ভাঙ্গা নদী রে,
আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে॥

View

ও কে উদাসী আমায় হায়

ও কে উদাসী আমায় হায়
ডাকে আয় আয়

View

ও কে উদাসী বেণু

ও কে উদাসী বেণু বাজায়
ডাকে করুণ সুরে আয় আয়॥

View

ও কে কলসি ভাসায়ে জলে আনমনে

ও কে কলসি ভাসায়ে জলে আনমনে।
তীরে ব’সে কী ভাবে আর ঢেউ গণে॥

View

ও কে চলিছে

ও কে চলিছে বন-পথে একা নূপুর পায়ে বন ঝন ঝন্‌।
তারি চপল চরণ-আঘাতে দুলিছে নদী-দোলে ফুলবন॥

View

ও কে বিকাল বেলা বসে

ও কে বিকাল বেলা ব’সে নিরালা বাঁধিছে কেশ।
হেরি’ আর্শিতে নিজেরই চারু-মুখ (চোখে) জাগে আবেশ॥

View

ও কে মুঠি মুঠি

ও কে ‍মুঠি মুঠি আবির কাননে ছড়ায়
রাঙা-হাসির পরাগ-ফুল আননে ছড়ায়॥

View

ও কে সোনার চাঁদ কাঁদে রে

ও কে সোনার চাঁদ কাঁদে রে হেরা গিরির ’পরে।
শিরে তাঁহার লক্ষ কোটি চাঁদের আলো ঝরে॥

View

ও গিন্নী বদন তোল

‘গিন্নীর কাছে গয়নার ফর্দ’

View

ও জেলো তুই গেলি সাগরে

লেটো গান : ‘জেলে ও জেলেনী’

View

ও ঝুম্‌রো তীর ধনুক নিয়ে

নৃত্যনাট্য : ‘শাল-পিয়ালের বনে’
ও ঝুম্‌রো! তীর ধনুক নিয়ে বল্‌ না কোথায় যাস?

View

ও তুই কারে দেখে

ও তুই কারে দেখে, ঘোমটা দিলি নতুন বউ বল্‌ গো –
তুই উঠলি রেঙে’ যেন পাকা কামরাঙ্গার ফল গো॥

View

ও তুই যাস্‌নে

ও-তুই যাস্‌নে রাই-কিশোরী কদমতলাতে,
সেথা ধরবে বসন-চোরা ভূতে, পারবিনে আর পালাতে॥

View

ও তোতা পাখি রে

লেটো গান :

View

ও দুখের বন্ধু রে

ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি।
ছেয়ে কোথায় গেলি রে বন্ধু, এক্‌লা ঘরে ফেলি॥

View

ও পাপিষ্ঠ এই উচ্ছিষ্ট কেন না খাবি

লেটো গান : ‘বৌ এর বিয়ে’

View

ও বন পথ ওরে নদী কোথায় রে তোর শেষ

নাটক : ‘মধুমালা’

View

ও বন্ধু আমার

ও বন্ধু আমার অকালে ঘুম ভাড়াইয়া গো করলে কেন দোষী।
তুমি নীল আকাশের পারা কেন পড়লে বুকে খসি॥

View

ও বন্ধু দেখ্‌লে তোমায়

ও বন্ধু! দেখ্‌লে তোমায়, বুকের মাঝে জোয়ার-ভাঁটা খেলে।
আমি এক্‌লা ঘাটে কুলবধূ কেন তুমি এলে

View

ও বাঁশের বাঁশি রে বাজে

ও বাঁশের বাঁশি রে বাজে বাজে নদীর ওপারে।
(ও সে) কেঁদে কেঁদে ডাকে আমায় রাতের আঁধারে॥

View

ও বাছাধন পেট বাজিয়ে ঠ্যাং নড়িয়ে লাফাও না অকারণ

লেটো গান

View

ও বাবা আবার দেখি বিরাট হাতি

লেটো গান : ‘যজ্ঞের ঘোড়া’

View

ও বাবা তুর্কী নাচন নাচিয়ে দিলে

ও বাবা! তুর্কী-নাচন নাচিয়ে দিলে।
(ওসে) কোন্‌ অভাগা অঙ্ক-লক্ষ্মী নাম দিল এই শঙ্খ-চিলে॥

View

Sign in

Sign Up

Forgotten Password