ঝঞ্ঝার ঝাঁঝর বাজে

ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
বনানী-কুন্তল এলাইয়া ধরণী

View

ঝর ঝর ঝরে শাওন ধারা

ঝর ঝর ঝরে শাওন ধারা।
ভবনে এলো মোর কে পথহারা॥

View

ঝর ঝর বারি ঝরে

ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া॥

View

ঝরঝর অঝোর ধারায় ঝুরছে

ঝরঝর অঝোর ধারায় ঝুরছে মনে রঙের ঝুরি।
দোলন-খোঁপায় দোল্ দিয়ে যায় দুলাল-চাঁপার তরুণ কুঁড়ি॥

View

ঝরল যে ফুল ফোটার আগেই

ঝরল যে-ফুল ফোটার আগেই তারি তরে কাঁদি, হায়!
মুকুলে যার মুখের হাসি চোখের জলে নিভে যায়॥

View

ঝরা ফুল দলে

ঝরা ফুল দ’লে কে অতিথি
সাঁঝের বেলা এলে কানন-বীথি॥

View

ঝরাফুল বিছানো পথে

ঝরাফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী।
জোছনায় ছড়ায়ে হাসি এসো সুচারু-হাসিনী॥

View

ঝরিছে অঝোর বরষার বারি

ঝরিছে অঝোর বরষার বারি।
গগন সঘন ঘোর,

View

ঝরে ঝরঝর কোন্ গভীরি গোপন ধারা

নাটক : ‘ঝিলিমিলি’,
ঝরে ঝরঝর কোন্ গভীরি গোপন ধারা এ শাঙনে।

View

ঝরে বারি গগনে

ঝরে বারি গগনে ঝুরু ঝুরু।
জাগি একা ভয়ে নিদ্ নাহি আসে,

View

ঝর্ঝর নির্ঝর ধারা বহে

ঝর্ঝর নির্ঝর ধারা বহে, পাহাড়ি পথে।
যেন বন-দেবীর বীণা বাজে ভোর আলোতে॥

View

ঝলমল জরীণ বেণী

ঝলমল জরীণ বেণী দুলায়ে প্রিয়া কি এলে
সজল শাওন-মেঘে কাজল নয়ন মেলে॥

View

ঝাঁকড়া চুলো তালগাছ

ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই।
আমার মত পড়া কি তোর মুখস্থ হয় নাই॥

View

ঝাঁপিয়া অঞ্চলে কেন

ঝাঁপিয়া অঞ্চলে কেন বিধুবদন অবনত কাছে নয়ান।
অভিমান পরিহর হরি-হৃদি বিহারিণী প্রেম দিয়া জুড়াও এ প্রাণ।

View

ঝিলের জলে কে

ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
মেঘ্‌লা সকাল বেলা।

View

ঝিল্লি নূপুর বাজে

ঝিল্লি-নূপুর বাজে।
বিভাবরী নাচে বন-শবরী সাজে॥

View

ঝুমকো লতার চিকন পাতায়

ঝুমকো-লতার চিকন পাতায়
হেরিছি তোমার লাবনি প্রিয়া।

View

ঝুমুর নাচে ডুমুর গাছে

দ্বৈত : ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
নাচব দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)॥

View

ঝুম্কো লতায় জোনাকি

চলচ্চিত্র : ‘দিকশূল’
ঝুম্কো লতায় জোনাকি, মাঝে মাঝে বৃষ্টি।

View

ঝুম্‌ঝুম্‌ ঝুমরা নাচ

ঝুম্‌ঝুম্‌ ঝুমরা নাচ নেচে কে এলো গো সই লো দেখে আয়।
বৈঁচি বনে বিরহে বাউরী বাতাস বহে এলো মেলো গো॥

View

ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্ ঝোরে

ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্ ঝোরে, দেখো সখি চম্পা লচ্কে
বাদরা গরজে দামিনী দমকে

View

ঝুলনের এই মুধু লগনে

ঝুলনের এই মুধু লগনে।
মেঘ দোলায় দোলে; দোলে রে বাদল গগনে॥

View

ঝুলে কদমকে ডারকে ঝুলনা

ঝুলে কদমকে ডারকে ঝুলনা পে কিশোরী কিশোর।
দেখে দোউ এক এককে মুখকো চন্দ্রমা চকোর,

View

ঝড় এসেছে

ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে।
বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে॥

View

ঝড় ঝঞ্চার ওড়ে

ঝড়-ঝঞ্চার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে॥

View

Sign in

Sign Up

Forgotten Password