পঊষ এলো গো

পঊষ এলো গো!
পঊষ এলো অশ্রু-পাথার হিম-পারাবার পারায়ে।

View

পঞ্চ প্রাণের প্রদীপ

পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায় লহ আমার শেষ আরতি।
ওগো আমার পরম-পতি, ওগো আমার পরম-পতি॥

View

পতিত উধারণ

নাটিকা : ‘জন্মাষ্টমী‘
পতিত উধারণ জয় নারায়ণ

View

পথ চলিতে যদি চকিতে

পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়!
চাহিতে যেমন আগের দিনে তেমিন মদির চোখে চাহিও॥

View

পথ ভোলা কোন্‌ রাখাল ছেলে

পথ-ভোলা কোন্‌ রাখাল ছেলে।
সে এক্‌লা বাটে শূন্য মাঠে

View

পথহারা পাখি কেঁদে

নাটক : ‘সিরাজদ্দৌলা‘
পথহারা পাখি কেঁদে ফিরে একা

View

পথিক ওগো চল্‌তে পথে

পথিক ওগো চল্‌তে পথে
তোমায় আমায় পথের দেখা।

View

পথিক বন্ধু এসো্ এসো

পথিক বন্ধু এসো্ এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে।
মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে॥

View

পথে কি দেখলে যেতে

পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে।
যা’রে কোল যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে॥

View

পথে পথে কে বাজিয়ে চলে

পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি
হল বিশ্ব-রাধা ঐ সুরে উদাসী॥

View

পথে পথে ফের সাথে

পথে পথে ফের সাথে মোর বাঁশরিওয়ালা।
নওলকিশোর বাঁশরিওয়ালা॥

View

পথের দেখা এ নহে গো বন্ধু

পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন।
এ নহে সহসা পথ-চলাশেষে শুধু হাতে হাতে পরশন॥

View

পথের শঙ্কটে কণ্টকে সখি

পথের শঙ্কটে কণ্টকে সখি কৃষ্ণ-প্রেমময়ী মরে না!
(যদি দেহ মরে, যা, বিদেহ প্রেম তার মনে না, মরে না!)

View

পদ্মদীঘির ধারে ধারে ঐ সখি লো

পদ্মদীঘির ধারে ধারে ঐ সখি লো কমল-দীঘির পারে।
আমি জল নিতে যাই সকাল সাঁঝে সই,

View

পদ্মা মেঘনা বুড়িগঙ্গা বিধৌত পূর্ব দিগন্তে

পদ্মা-মেঘনা-বুড়িগঙ্গা-বিধৌত পূর্ব দিগন্তে।
তরুণ-অরুণ-বীণা বাজে তিমির বিভাবরী অস্তে॥

View

পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে –
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে।

View

পর হবে তোর আপন জনে

পর হবে তোর আপন জনে (তুই) ভাবনা তবু করিস্‌ নে।
হয়ত তরী ডুববে জলে (তবু) তুফান দেখে ডরিস্‌ নে॥

View

পরজনম থাকে যদি

পরজনম থাকে যদি সেথায় আবার দেখা দিও।
এ জনমের চাওয়া আমার আর জনমে হয়ো প্রিয়॥

View

পরজনমে দেখা হবে প্রিয়

পরজনমে দেখা হবে প্রিয়।
ভুলিও মোরে হেথা ভুলিও॥

View

পরজনমে যদি আসি

পরজনমে যদি আসি এ ধরায়।
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥

View

পরদেশী প্রিয়তম

পরদেশী প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে।
গোধূলি-গগনের সজল কাজল মেঘ ভরে॥

View

পরদেশী বঁধুয়া

পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে
আসিলে এতদিন কেমনে পথ চিনে॥

View

পরদেশী বঁধূ

পরদেশী বঁধূ! ঘুম ভাঙায়ো চুমি’ আঁখি
যদি গো নিশীথ জেগে ঘুমাইয়া থাকি।

View

পরদেশী মেঘ যাও রে ফিরে

পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে॥

View

পরনে শাড়ি লিব

লেটো গান : ‘বনের মেয়ে পাখি’

View

Sign in

Sign Up

Forgotten Password