আজ উদার আকাশে ছুটির শঙ্খ ঘণ্টা বাজায় কে

  • তাল : -

আজ উদার আকাশে ছুটির শঙ্খ ঘণ্টা বাজায় কে

আজ উদার আকাশে ছুটির শঙ্খ-ঘণ্টা বাজায় কে।
প্রবাসীর মন উচাটন, শোনে – ‘দীপ জ্বাল্, উলু দে’॥
আর মন লাগে নাকো কাজে,
শ্রবণের কাছে চুড়ি-কঙ্কণ বাজে।
এলোমেলো বায়ে এলো, কবরীর সৌরভ এলো যে॥
কোথা আনন্দ-নন্দিনী কার চন্দন বুঝি ঘষে;
মন মেতে ওঠে মৌমাছি-সম, নন্দন-মধু রসে।
তৃতীয়া চাঁদের রসকলি পরি’
বৈষ্ণবী সেজে এলো বিভাবরী;
বাউল-হৃদয়! চল্ রে বাহিরে, হাতে একতারা নে॥