আমার কালো মেয়ে

  • তাল : Dadra

আমার কালো মেয়ে

আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তায় ধ’রে
তারে যেই ধরেছি মনে করি অমনি সে যায় স’রে॥
বনের ফাঁকে দেখা দিয়ে
চঞ্চলা মোর যায় পালিয়ে,
দেখি ফুল হয়ে মা’র নূপুরগুলি পথে আছে ঝ’রে॥
তার কণ্ঠহারের মুক্তাগুলি আকাশ-আঙিনাতে
তারা হয়ে ছড়িয়ে আছে দেখি আধেক রাতে।
কোন মায়াতে মহামায়ায়
রাখবো বেঁধে আমার হিয়ায়
কাঁদলে যদি হয় দয়া তার তাই কাঁদি প্রাণ ভ’রে॥