আজি গানে গানে ঢাকব আমার গভীর অভিমান

  • রাগ : Pilu khambaj
  • তাল : kaharba

আজি গানে গানে ঢাকব আমার গভীর অভিমান

আজি গানে গানে ঢাকব আমার গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম ক’রে ফোটাব মোর প্রাণ॥
ভুলতে তোমার অবহেলা
গান গেয়ে মোর কাটবে বেলা,
আঘাত যত হানবে বীণায় উঠবে তত তান॥
ছিঁড়লে যে ফুল মনের ভুলে
আমি গাঁথব মালা সেই সে ফুলে,
(ওগো) আসবে যখন বন্ধু তোমার করব তা’রে দান॥
(আজি) কথায় কথায় মিলায়ে মিল
কবি রে, তোর ভরল কি দিল্,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল মিল পেল না প্রাণ॥