আমার কোন কূলে

  • তাল : Dadra

আমার কোন কূলে

আমার কোন্‌ কূলে আজ ভিড়লো তরী
এ কোন্‌ সোনার গাঁয়
আমর ভাটির তরী আবার কেন
উজান যেতে চায়
তরী উজান যেতে চায়
কোন কূলে মোর ভিড়লো তরী
এ কোন্‌ সোনার গাঁয়॥
আমার দুঃখেরে কাণ্ডারি করি’
আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী
তুমি ডাক দিলে কে স্বপন-পরী
নয়ন ইশারায়॥১
নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিল ঝড়ের রাতি
তুমি কে এলে মোর সুরের সাথী গানের কিনারায়।
তুমি কে এলে? ওগো কে এলে মোর সুরের সাথী
গানের কিনারায়?
সোনার দেশের সোনার মেয়ে,
ওগো তুমি হবে কি মোর তরীর নেয়ে,
ভাঙা তরী চলো বেয়ে রাঙা অলকায়॥
১. ‘অন্তরা’ অংশ গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।