আজি বাদল বঁধু

  • তাল : -

আজি বাদল বঁধু

আজি বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে –
নীপের দীপ ঢাকি’ আঁচল ভাঁজে॥
জ্বালি’ হেনার ধুনা
যাচি’ কার করুণা
বন-তুলসী তলে এলে পূজারিণী সাজে॥
সেদিন এমনি সাঁঝে মোর বেদীর মূলে
প্রিয়া জ্বালিলে এ দীপ, তাহা গেছ কি ভুলে?
সেই সন্ধ্যা-স্মৃতি
সে যে করুণ গীতি,
দূরে দাদুরি আনে বহি’ মরম মাঝে॥