আমায় আঘাত যত হানবি শ্যামা

  • তাল : -

আমায় আঘাত যত হানবি শ্যামা

আমায় আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে।
মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥
ওমা চারধারে মোর দুখের পাথার
তুই পরখ্ কত করবি মা আর,
আমি জানি তবু পার হ’ব মা চরণতরী ধ’রে॥
আমি ছাড়বো না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে,
আমায় দুঃখ দিয়ে নাম ভুলাবি, নই মা তেমন ছেলে।
আমায় দুঃখ দেওয়ার ছলে
তুই স্মরণ করিস পলে পলে,
আমি সেই আনন্দে দুখের অসীম-সাগর যাব ত’রে॥