আমার লীলা বোঝা ভার

  • তাল : -

আমার লীলা বোঝা ভার

আমার লীলা বোঝা ভার।
নদীতে বান আনি আমি আমিই করি পার॥
আমার যারা করে আশ
করি তাদের সর্বনাশ,
তবু আশা ছাড়ে না যে মিটাই আশা তার॥