আমার সারা জনম কেঁদে গেল

  • তাল : -

আমার সারা জনম কেঁদে গেল

আমার সারা জনম কেঁদে গেল
(কবে) শেষ হবে মোর কাঁদা।
পথে পথে ঘুরে মরি, পদে পদে বাধা॥
বাঁচতে চাইরে যে ডাল ধরে’
সে ডাল অমনি ভেঙে পড়ে,
সুখের আশায় ছুটে ছুটে দুঃখ হ’ল সাধা॥
দুঃখী জনের বন্ধু কোথায় দীনের সহায় কোথা,
(নাই) অসহায়ের তরে বুঝি বিধাতারও ব্যথা।
আকুল হয়ে কাঁদি যত
বেড়ে ওঠে বোঝা তত,
আদায় ক’রে ফিরি যেন আমি দুখের চাঁদা॥