আমি কেমন করে কোথায় পাব কৃষ্ণ চাঁদের দেখা

আমি কেমন করে কোথায় পাব কৃষ্ণ চাঁদের দেখা

নাটক : ‘বিল।বমঙ্গল’ (বিল্বমঙ্গলের গান)
আমি কেমন ক’রে কোথায় পাব কৃষ্ণ চাঁদের দেখা।
অন্ধকারে খুঁজি তাঁহার ব্রজের পথ-রেখা॥
মেঘে ঢাকা আকাশ সম
পাপে মলিন হৃদয় মম
সে-আকাশে উঠবে কি সে কৃষ্ণ-শশী লেখা॥
অশান্ত তার বেণু বাজে
আমার ব্যাকুল বুকের মাঝে,
(আমি) শুনেছি, সে ডাকে তা’রেই যে বিরহী একা॥