আমি ভুলিতে পারি না সেই দূর অমরার স্মৃতি

  • তাল : -

আমি ভুলিতে পারি না সেই দূর অমরার স্মৃতি

নাটক : ‘সুভদ্রা’ (উর্বশীর গীত)
আমি ভুলিতে পারি না সেই দূর অমরার স্মৃতি।
যার আকাশে বিরাজে চির পূর্ণিমার তিথি॥
আজও যেন শুনি ইন্দ্র সভায়
দেবকুমারীরা ডাকে ‘আয় আয়’,
কেঁদে যেন ডাকে অলকানন্দা নন্দন-বন-বীথি॥