আল্লা রসুল তরু আর ফুল

  • তাল : -

আল্লা রসুল তরু আর ফুল

আল্লা রসুল তরু আর ফুল প্রেমিক-হৃদয় জানে।
কেহবা তরুরে ভালোবাসে ভাই, কেহ ফুল ধ’রে টানে॥
কেহবা ফুলের মধু চায়, কেহ চায় সে-গাছের ছায়া
গাছের ছায়ায় জুড়াইয়া পায় গুল্ সুবাসের মায়া,
তুরু ছুঁয়ে বোঝে আল্লা রসুলে রসলীলা কোনখানে॥
কোন জন চাহে গুলের খশবু, কোন জন চাহে গুল্
খশবুর সাথে ফুলেরেও চাহে প্রেমিক যে বুলবুল।
জালালের সাথে জামালেও চাহে, প্রেমিক যে বুলবুল॥
আল্লারে ভালোবেসে যার গেছে সকল দ্বিধা ও ভয়
রসুল তাহারে প্রেম দিয়ে কন্, আল্লা যে প্রেমময়,
তিনি যে কেবল বিচারক নন, আল্লা যে প্রেমময়,
মজনুর মত দিওয়ানা সে যে লাইলার মধুপানে॥