আমি মৃতের দেশে এনেছি রে মাতৃ নামের গঙ্গা ধারা

  • তাল : -

আমি মৃতের দেশে এনেছি রে মাতৃ নামের গঙ্গা ধারা

আমি মৃতের দেশে এনেছি রে মাতৃ নামের গঙ্গা ধারা।
আয় রে নেয়ে শুদ্ধ হবি অনুতাপে মলিন যারা॥
আয় আশাহীন ভাগ্য হত
শক্তি-বিহীন পদানত,
(আয় রে সবাই আয়),
এই অমৃতে, আয়, উঠবি বেঁচে জীবন্মৃত সর্বহারা॥
ওরে এই শক্তির গঙ্গা-স্রোতে
অনেক আগে এই সে-দেশে,
মৃত সগর-বংশ বেঁচে উঠেছিল এক নিমেষে।
এই গঙ্গোত্রীর পরশ লেগে
নবীন ভারত উঠ্ল জেগে,
এই পুণ্য স্রোত ভেঙেছিল ভেদবিভেদের লক্ষ কারা॥