আমি রব না ঘরে

  • তাল : -

আমি রব না ঘরে

আমি রব না ঘরে।
ওমা ডেকেছে আমারে হরি বাঁশির স্বরে॥
আমি আকাশে শুনি আমি বাতাসে শুনি
ওমা নিশিদিন বাঁশরি বাজায় সে গুণী,
ওমা তাহারি সুরের সুরধুনী বহে অন্তরে বাহিরে ভুবন ভ’রে॥
যবে জাগিয়া থাকি,
হেরি’ শ্রীহরির পদ্ম-পলাশ আঁখি।
যদি ভুলিয়া কভু আমি ঘুমাই মাগো
সে-ঘুম ভেঙে দেয় বলে, জাগো জাগো,
সে শয়নে স্বপনে মোর সাধনা গো –
আমি নিবেদিতা মাগো তাহারি তরে॥