উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা

  • রাগ : Dorbari tori
  • তাল : Tilwara

উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা

উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা।
শতদল-শুভ্রা পদতল-লীনা, প্রশান্ত প্রভাত বাজায় বীণা॥
সহস্র কিরণ-তারে হানি’ ঝঙ্কার
ধ্বনি তোলে অনাহত গভীর ওঙ্কার,
সেই সুরে উদাসীন, পরমা প্রকৃতি ধ্যান-নিমগ্না মহাযোগাসীনা॥
আনন্দ-হংস বিমুগ্ধ গতিহীন
স্থির হ’য়ে ব্যোমে শোনে সে জ্যোতির্বীণ,
ঝরা ফুল-অঞ্জলি তা’রি চরণে প্রণতা ধরণী বাণী-বিহীনা॥