এতো একা চন্দ্র্রমণি সে মানিকের ডালা

  • তাল : -

এতো একা চন্দ্র্রমণি সে মানিকের ডালা

নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
এতো একা চন্দ্র্রমণি সে মানিকের ডালা।
এ সারা বনে একটি কুসুম, সে কুসুমের মালা॥
হাসলে কন্যা ফুটে ওঠে পৃথিবীতে ফুল
সে কাঁদলে পরে ভেঙ্গে পড়ে সাত সাগরের কূল,
ইন্দ্রলোকে দেখেনি কেউ তেমন দেব-বালা॥