এসো প্রিয়তম এসো প্রাণে

  • তাল : -

এসো প্রিয়তম এসো প্রাণে

এসো প্রিয়তম এসো প্রাণে।
এসো সুদূর মোর অভিমানে॥
এসো কম্পিত হৃদয়ের ছন্দে
এসো বিরহের বিধুর আনন্দে,
এসো বেদনার চন্দন-গন্ধে –
মম পূজার বন্দনা-গানে॥
সুখ-স্বপন হয়ে এসো ঘুমে
এসো হৃদয়েশ, মালার কুসুমে,
এসো তপনের রূপে আঁখি চু’মে –
ঘুম ভাঙায়ো নিশি-অবসানে॥
এসো মাধবী-কাঁকন হয়ে হাতে
এসো কাজল হয়ে আঁখি-পাতে,
এসো পূর্ণিমা চাঁদ হয়ে রাতে –
এসো ফুল-চোর মালতী-বিতানে॥