ওগো বৈশাখী ঝড়

  • রাগ : Monoronjoni (dhima)
  • তাল : Trital

ওগো বৈশাখী ঝড়

ওগো বৈশাখী ঝড়! ল’য়ে যাও অবেলায় ঝরা এ মুকুল।
ল’য়ে যাও বিফল এ জীবন – এই পায়ে দলা ফুল॥
ওগো নদীজল লহো আমারে
বিরহের সেই মহা-পাথারে,
চাঁদের পানে চাহে যে পারাবারে – অনন্তকাল কাঁদে বিরহ-ব্যাকুল॥