ওম্ সর্বমঙ্গল্যে শিবে

  • তাল : -

ওম্ সর্বমঙ্গল্যে শিবে

[ওম্ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে॥]
জয় দুর্গা, জননী, দাও শক্তি
শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি,
অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে॥
অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি,
পরম-অমৃত দাও, দূর কর’ মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি।
শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে
নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে
মোদের রক্ষা কর’ বরাভয় বর্মে, চিন্ময়ে জ্যোতি দাও প্রতি অণুতে॥