ঐ পথ চেয়ে থাকি আর কত বনমালী

  • রাগ : Khambaj pilu
  • তাল : kaharba

ঐ পথ চেয়ে থাকি আর কত বনমালী

ঐ পথ চেয়ে থাকি আর কত বনমালী।
করে কানাকানি লোক, দেয় ঘরে পরে গালি॥
মোর কুলের বাঁধন খুলে
হায় ভাসালে অকুলে,
শেষে লুকালে গোকুলে – এ কি রীতি চতুরালি॥