ঐ চলে তরুণী গোরী গরবী

  • রাগ : Gouro sharong
  • তাল : kaharba

ঐ চলে তরুণী গোরী গরবী

ঐ চলে তরুণী গোরী গরবী।
ডাকে দূর পারাবার ডাকে তারে বন পার –
লালসে ঝরে তার পায় রাঙা করবী॥
চলে বালা দুলে দুলে
এলো খোঁপা পড়ে খুলে,
চাহি ভ্রমর কুসুম ভুলে – তনুর তার সুরভি॥

নাচের ছন্দে দোলে
টলে তার চরণ চটুল,
হরিণী চায় পথ বেভুল –
মায়া লোক বিহারিণী রচি’ চলে ছায়াছবি॥