ঐ নন্দ নন্দিনী দুহিতা

  • রাগ : Behagra
  • তাল : -

ঐ নন্দ নন্দিনী দুহিতা

ঐ নন্দন নন্দিনী দয়িতা, চির-আনন্দিতা।
যেন প্রথম কবির প্রথম লেখা কবিতা॥
তব চরণের নূপুরধ্বনি
মধুকর গুঞ্জর তোলে যে রণি,
মন মোর ভোলে হেরি তোমারে যে গো ঐ যে যৌবন-গর্বিতা॥
দোলায় দোদুল দুল তব নৃত্য
আবেশে আকুল হয় মোর চিত্ত,
নৃত্যশেষে তব পায়ের নূপুর
গ্রহ তারকায় রয় আকাশের সুদূর,
সুরলোক উর্বশী তুমি যে আমার রও চির-অনিন্দিতা॥