কেহ বলে তুমি রূপ সুন্দর

কেহ বলে তুমি রূপ সুন্দর

কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি!
আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি॥
কেহ বলে তুমি চিরদিন দূরে রহ
কেহ বলে, আছে অন্তরে অহরহ,
যার যাহা সাধ ডাকে সেই নামে (প্রভু) তোমার নাহিক ক্ষতি॥
অন্ধ দেখে না চন্দ্র-সূয তবু জানে আলো আছে,
(আমি) দেখিনি, তবুও তোমার প্রকাশ সহজ-আমার কাছে।
রূপ কি অরূপ কাহারেও নাহি দুষি,
নাই দেখি ফুল সুরভি পেয়েই খুশি,
(আমি) অঞ্জলি ভরি’ অমৃত চাই, পাত্রে নাহিক মতি॥