খেলা শেষ হল

খেলা শেষ হল

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।
কাঁদিও না, কাঁদিও না – তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা॥
খেলো খেলো তুমি আজো বেলা আছে
খেলা শেষ হলে এসো মোর কাছে,
প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা॥
যাহারা আমার বিচার করেছে – ভুল করিয়াছে জানি,
তাহাদের তরে রেখে গেনু মোর বিদায়ের গানখানি।
হই কলঙ্কী, হোক মোর ভুল
বালুকার বুকে ফুটায়েছি ফুল,
তুমিও ভুলিতে নারিবে সে-কথা – হানো যত অবহেলা॥

পাঠান্তর
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।
কাঁদিও না, কাঁদিও না – তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা॥
খেলো খেলো তুমি আজো বেলা আছে
খেলা শেষ হলে এসো মোর কাছে,
প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা॥
যাহারা আমার বিাচর করেছে আর তাহাদের কেহ,
দেখিতে পাবে না কলঙ্ক কালিমাখা মোর এই দেহ।
হই কলঙ্কী হোক মোর ভুল
পৃথিবীতে আমি এনেছি গোকুল,
তুমিও ভুলিতে নারিবে সে-কথা হানো যত অবহেলা॥