উতল হল শান্ত আকাশ

  • তাল : kaharba

উতল হল শান্ত আকাশ

উতল হ’ল শান্ত আকাশ তোমার কলগীতে
বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে॥
সুর যে তোমার নেশার মত, মন্‌কে দোলায় অবিরত,
ফুল্‌কে শেখায় ফুটিতে গো, পাখিকে শিস্‌ দিতে॥
কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বেঁধে।
তোমার সুরে কোন্‌ সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা
আমি জানি (ওগো) সেই বারতা তাই কাঁদি নিভৃতে॥