গভীর রাতে জাগি খুঁজি তোমারে

  • রাগ : Robikosh
  • তাল : Dadra

গভীর রাতে জাগি খুঁজি তোমারে

গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে।
দূর গগনে প্রিয় তিমির- ’পারে॥
জেগে যবে দেখি বঁধু তুমি নাই কাছে
আঙিনায় ফুটে’ ফুল ঝ’রে প’ড়ে আছে,
বাণ-বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম –
লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে॥
মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে,
এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হ’য়ে বুকে আছে বিঁধে
কত অভিমান কত জ্বালা এই হৃদে,
দেখে যাও এসো প্রিয়১ কত সাধ ঝ’রে গেল –
কত আশা ম’রে গেল হাহাকারে॥