গাহে আকাশ পবন নিখিল ভুবন

গাহে আকাশ পবন নিখিল ভুবন

গাহে আকাশ পবন নিখিল ভুবন (গাহে) তোমারই নাম।
সাগর নদী বন উপবন (গাহে) তোমারই নাম॥
মধুর তোমার গানের নেশায়
ঘোর লাগে ঐ গ্রহ-তারায়,
অনন্ত কাল ঘুরিয়া বেড়ায় – ঘিরি’ অসীম গগন॥
তোমার প্রিয় নামে হে বঁধু,
ফুলের বুকে পুরে মধু।
তোমার নামের মাধুরী মাখি’
গান গেয়ে যায় বনের পাখি,
নিখিল পাগল ও নাম ডাকি’ – কোটি চন্দ্র তপন॥