গোধূলির রং ছড়ালে কে গো

  • রাগ : Mar khambaj misro
  • তাল : Dadra

গোধূলির রং ছড়ালে কে গো

গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝগগনে।
মিলনের বাজে বাঁশি আজি বিদায়ের লগনে॥
এতদিন কেঁদে কেঁদে ডেকেছি নিঠুর মরণে
আজি যে কাঁদি বঁধু বাঁচিতে হায় তোমার সনে॥
আজি এ ঝরা ফুলের অঞ্জলি কি নিতে এলে,
সহসা পূরবী সুর বেজে উঠিল ইমনে।
হইল ধন্য প্রিয় মরণ-তীর্থ মম
সুন্দর মৃত্যু এলে বরের বেশে শেষ জীবনে,
এলে কে মোর সাঁঝ গগনে॥