ঘুম টুটেছে ফুল কলিদের

ঘুম টুটেছে ফুল কলিদের

ঘুম টুটেছে ফুল-কলিদের রঙ লেগেছে ফুলবনে।
দখিনা বাতাস আভাসে জানায় আগমনী তার মোর মনে॥
মন উচাটন, মনে রয় না রয় না
তার বিনা, কথা আর, কয় না কয় না,
নয়নে ঘুম আর সয় না সয় না – শুধুই তা’র কথা জনে জনে॥
রাঙা রঙের ছোঁয়া লাগে লাজ-রাঙা মোর মনে।
নিশীথ-রাতে পলাশ-বনে মিল্ব কি বঁধুর সনে॥