ও কে কলসি ভাসায়ে জলে আনমনে

ও কে কলসি ভাসায়ে জলে আনমনে

ও কে কলসি ভাসায়ে জলে আনমনে।
তীরে ব’সে কী ভাবে আর ঢেউ গণে॥
নিয়ে শিথিল আঁচল খেলে উতল সমীর
তার আল্তা পায়ের মুছে নেয় নদী-নীর,
খুলে কবরী জড়ায় হাতের কাঁকনে॥
সে জল্কে আসার ছলে নদী-তীরে
শুধু ওপার পানে চহে ফিরে ফিরে,
খুলে পায়ের নূপুর ফেলে দেয় সে নীরে –
আসে ঘরে ফিরে নিয়ে জল নয়নে॥