ওকি ঈদের চাঁদ গো

  • তাল : -

ওকি ঈদের চাঁদ গো

ওকি ঈদের চাঁদ গো! চলে মদিনারই পথে গো!
যে হাসিন্ য়ুসোফ্ ফিরে এলো ফিরদৌস হতে গো॥
যাহারা তার রূপ দেখে তারা ঝুরিছে আসমানে
গুল্ ভুলে তাই বুলবুলি চেয়ে আছে গুলিস্তানে।
বুঝি বেহেশ্তেরই বাদশাজাদা এলো সোনার রথে গো॥
সাদা কবুতরের মত চরণ দুটি ছুঁয়ে,
গোলাপ চাঁপা উঠছে ফুটে ধূলিমাখা ভুঁয়ে গো।
সেই চাঁদের মুখে জোছনা সম খোদার কালাম ঝরে
তা’র রূপ দেখে, তা’র গুণ শুনে মোর মন রহে না ঘরে লো,
আমি উন্মাদিনী সেই মাদানী নবীর মোহব্বতে গো॥