ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল

  • তাল : -

ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল

ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল।
রক্ত-জবা অঞ্জলি মোর হ’লো যে বিফল॥
বিশ্বে যাহা আছে মাগো
তাতেও পূজা হবে নাকো,
তাই তো দুঃখে নয়নে মোর শুধুই আসে জল॥
মনের কোণে অর্ঘ্য রচি’ আঁধার ঘরে একা,
ডাকলে তোরে সকল ভুলে দিবি না তুই দেখা।
তখন কি মা দুঃখ-হরা
শেষ হবে না অশ্রুধারা,
কি ফুলে তোর পূজা হবে বল – কেন করিস্ ছল॥