ওমা যা কিছু তুই দিয়েছিলি

ওমা যা কিছু তুই দিয়েছিলি

ওমা যা কিছু তুই দিয়েছিলি ফিরিয়ে দিলাম তোকে।
তুই ছাড়া আর বলতে আপন (কেউ) রইল না ত্রিলোকে॥
তুই কোলে নেবার দায় এড়িয়ে
রেখেছিলি মন ভুলিয়ে খেলনা দিয়ে,
তুই পালিয়েছিলি গুম পাড়িয়ে (মায়ার) কাজল দিয়ে চোখে॥
কোটি জনম কাট্ল কেঁদে মাগো তোকে ভুলে,
(মা) তোরে মনে পড়েছে আজ, (এবার) নে মা কোলে তু’লে।
এই পুত্র জায়া মায়ার ছবি
তুই ছাড়া মা মিথ্যা সবই,
ভুলব না আর এবার আমি জড়াব না দুঃখ-শোকে॥