ওরে মথুরা বাসিনী

ওরে মথুরা বাসিনী

ওরে মথুরা-বাসিনী, মোরে বল্।
কোথায় রাধার প্রাণ – ব্রজের শ্যামল॥
আজও রাজ-সভা মাঝে
(সে) আসে কি রাখাল-সাজে?
আজিও তার বাঁশি শুনে যমুনার জল হয় কি উতল॥
পায়ে নূপুর কি পরে শিরে ময়ূর-পাখা,
আছে শ্রীমুখে কি অলকা তিলক আঁকা।
রাধা রাধা ব’লে কি গো
কাঁদে সেই মায়া-মৃগ?
নারায়ণ হয়েছে সে তোদের মথুরা এসে মোদের চপল॥