কেন মনে জাগে উদাসিনী

  • রাগ : Gouri
  • তাল : Trital

কেন মনে জাগে উদাসিনী

কেন মনে জাগে উদাসিনী গৌরী উমার স্মৃতি!
আর কত দূরে কত দেরী আনন্দময়ীর আসার তিথি॥
কেন পদ্মদীঘি দুলে ওঠে হৃদয়ে
মোর নন্দিনী মা আসে কি রাঙা চরণ ল’য়ে?
কেন নয়নের বাতায়নে উতলা হ’ল, অশ্রুর ভ্রমর-বীথি॥
তার মন নাই, উন্মনা চিন্ময়ী সে, তাই ছেলের কথা মনে নাই,
শারদ-শ্রী এলো, পরমা-শ্রী কই – কাঁদি আর পথ-পানে চাই।
ওকি ঘরে এসে, নাম ধরে, ডেকে চ’লে যায়
শিউলির অঞ্জলি ফেলে আঙিনায়,
ভোরের ভৈরবী বুকে মোর কাঁদে গো, ওকি তার করুণ-নীতি॥