কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে

  • রাগ : Malkosh
  • তাল : Trital

কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে

কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে ওম্, আদি আকাশ বাণী।
কোন্ মহামৌনীর ধ্যান ভাঙে কোন্ বিরহের বীণাপাণি –
নাহি জানি নাহি জানি॥

নিথর শূন্য অসীমে কোথায়
কে সে প্রণব-শঙ্খ বাজায়,
সেই ধ্বনি বুঝি জ্যোতির্জ্জগতে বাহিরে আনিছে টানি॥
কোন্ অজানার অলখ-জটায় কথার গঙ্গা কাঁদে
কোন্ মায়াতীত সুন্দর হ’ল পড়িয়া মায়ার ফাঁদে।
কার সাথে এত কথা কহিবার
এত সে-গোপন সাধ ছিল তার,
তাহারি বাঁশরি-ধ্বনির কথা কি ব্রজে হয় কানাকানি॥