কদম কেশর পড়ল ঝরি

কদম কেশর পড়ল ঝরি

কদম কেশর পড়ল ঝরি তখন তুমি এলে।
বাদল মেঘে গগন ঘেরি ঝড়ের কেতন মেলে॥
ঝরিয়ে বন-কেয়ার রেণু
বজ্ররবে বাজিয়ে বেণু,
বৃষ্টি ভেজা দুর্ব্বা দ’লে অরুণ-চরণ ফেলে॥
নদীর দু’কূল ভাঙল যবে অধীর স্রোতের জলে,
তখন দেখি হে অশান্ত তোমার তরী চলে।
যূথীর নীরব অশ্রু ঝরে
শ্যামল তোমার চরণ ’পরে,
আকাশ চাহে তোমার পথে তড়িৎ প্রদীপ জ্বেলে॥