কী হবে জানিয়া কে তুমি

কী হবে জানিয়া কে তুমি

কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয়?
আমি জানি তুমি মোর প্রিয়তম, সুন্দর প্রেমময়॥
জগৎ তোমার পায়ে প’ড়ে আছে
তুমি এসে কাঁদ’ এ দাসীর কাছে,
হে বিজয়, আমার বিজয়ী আমি শুধু জানি,
তুমি হার মানি’ আমারে করেছ জয়॥
কত যে বিপুল মহিমা তোমার জানতে দিয়ো না প্রিয়,
জনমে জনমে প্রিয়া ব’লে মোরে বক্ষে টানিয়া নিয়ো।

প্রভাত-সূয ভাবি নারায়ণ
বিশ্ব-প্রণাম করে গো যখন,
একমুঠো কমলিনী হেসে বলে আমি চিনি
ও-যে মোর প্রিয় ও-তোর নারায়ণ নয়॥