কে এলে মোর চিরচেনা অতিথি

  • রাগ : Behag mando
  • তাল : kaharba

কে এলে মোর চিরচেনা অতিথি

কে এলে মোর চিরচেনা অতিথি দ্বারে মম।
ফুলের বুকে মধুর মত পরাগে সুবাস সম॥
বর্ষা-শেষে চাঁদের মতন
উদয় তোমার নীরব গোপন,
জোছনা-ধারায় নিখিল ভুবন ছাইয়া অনুপম॥
হৃদয় বলে, চিনি চিনি
আঁখি বলে দেখিনি,
তায়, মন বলে, প্রিয়তম॥