কানাই রে কই তোর চূড়া

কানাই রে কই তোর চূড়া

. নাটক : ‘বিষ্ণুপ্রিয়া’ (নিত্যানন্দ ও নিমাইয়ের গান)
নিত্যানন্দ : কানাই রে কই তোর চূড়া বাঁশরি!
তুই নাকি সেই নন্দদুলাল এলি নদীয়ায় ব্রজ পাশরি’॥
নিমাই : কি পুছসি আমারে ভাই
এবার চূড়া বাঁশরি নাই,
ব্রজের খেলা বাঁশির তান
ন’দের খেলা হরি-গান।
ব্রজের বেশ ধড়াচূড়া
ন’দের বেশ কৌপীন পরা,
ব্রজের খেলা রাখাল হয়ে,
ন’দের খেলা ধূলি ল’য়ে।
নিত্যানন্দ : নদীয়াতে বিষ্ণুপ্রিয়া, ব্রজের রাইকিশোরী॥